Thursday 28 June 2012

রিমেক-এর যুগে..

একটা হাওয়া আর দুটো জলকণা,
মিশে তিনটে বৃষ্টি,আর চারটে গানবোনা।।
আলোর মৃতদেহগুলোকে অন্ধকার বয়ে নিয়ে যায়,
তার শেষ ঠিকানায়।।
নক্ষত্র-দের সমাবেশ পাতা বেছানো ময়দান,
আর অশরীরী কালো বস্তু সর্বদা বিরাজমান।।
নতুন আলাপ,পুরোনো পরিচয়-টুকুই লাগে,
একটি প্রতিবেদন,"সৃষ্টি হতে চায় স্রষ্টা,এই রিমেক-এর যুগে"।।।
কিসব আঁকিবুঁকি লেখার স্বভাব দেয়াল জুড়ে,
পাবে না খুঁজে আমায় রবীন্দ্রনাথ বা নজরুলে।।

প্রীতম দাস(২৮/০৬/১২)


Thursday 26 April 2012



আটকে আছি প্রথম স্তবকেই(৩)।।

আধুনিক জীবন তবু পাথর প্যাকেটে দেশলাই,
নিমেষেই কেন খুলে যায় ছেঁড়া কাগজের সেলাই?
আমার বইয়ের হলদে পাতা সাদা হল কবে?
হাতছানির হাত ধরে খাপছাড়া হলাম এইসবে।
আমি কি নিজেই আমার দেশের রাজধানি?
যদি হয় তবে শ্ত্রুর আক্রমন,কোন হরমোন নিঃসরন তা জানি।
আনন্দের বাজার প্রতিদিন বিকোচ্ছে সুখ আর আমন্,
তবু ভুত আর ভবিষ্যতের লড়াই-এ কেন মত্ত বর্তমান?

এসব প্রশ্ন শুরুতেই,
কারন আটকে আছি প্রথম স্তবকেই।।


Sunday 22 January 2012

আটকে থাকি প্রথম স্তবকেই(২)।।

আরো গভীর-এ গভীর নামছে,
চলচ্চিত্র হঠাৎ যেন দাড়িয়ে হাওয়া খাচ্ছে।।
পরিচালকদের নোংরামি।

আমার লেখাগুলো পারশেল্ করে দিন দাদা,
নিয়ে যাব পরের এপিসোড্-এ।।
যদি সু্যোগ পাই,লিখব কোনো গল্প,কোনো গান,
তবে তা অতীত,নয় বর্তমান......কারন
আটকে আছি প্রথম স্তবকেই...।।

প্রীতম দাস
২৩ জানুয়ারি,২০১২

Saturday 21 January 2012


আটকে থাকি প্রথম স্তবকেই।।(১)

বন্দুকে গুলি শেষ,
সেঁতিয়ে গেছে সিগারেট-এর ম্যচিশ। তাই......

পিঁপড়ের দৌড়ে যদি সামিল হই, কোনো
রণক্ষেত্র বাঁধবে কি?
রাতের ফুরফুরে হাওয়ায় জ্যোৎস্না ভেসে চোখে-মুখে এক অদ্ভুদ উত্তেজনা জাগায়,
আমার বারান্দায় ।।
শক্তিশালী শব্দ গঠন সাঝে না আমায়,
হাওড়া-গামী ট্রেন হয়ে আছি সেই পুরাতন জমানায়।।
আটকে আছি প্রথম স্তবকেই...।।

প্রীতম দাস
২১ জানুয়ারি ২০১২